
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ বাড়িতে ব্যস্ত থাকতে পারেন। আজ বাড়ির জন্য শৌখিনতার জিনিস ক্রয় করতে পারেন। আয় এবং ব্যায়ের সমতা থাকবে আজ।
বৃষ: আজ আপনি আনন্দ অনুভব করবেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। আটকে থাকা অর্থ উদ্ধার করতে পারেন আজ।চাকরি খুঁজছেন যারা তাদের জন্য সুখবর আসতে পারে। মিথুন: আজ আপনি জ্ঞান আহরণের চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে গতি বাড়বে। সময়ের আগে কাজ শেষ করে প্রশংসা পাবেন। কর্কট: আজ আপনার বিষন্ন লাগতে পারে। আজ ছোট ছোট ভুল করতে পারেন। কর্মক্ষেত্রে কাজের গতি কমবে। ব্যাঘাত আসতে পারে। সিংহ: আজ আপনি সারাদিন সক্রিয় থাকবেন। আজ ছোট কোনও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। সহকর্মীরা নতুন কোনও কাজ করতে উৎসাহ দেবে। কন্যা: আজ কর্মক্ষেত্রে আমনার দক্ষতা দেখাবেন। আজ অর্থ খরচ নিয়ন্ত্রণে রাখবেন, যা আপনার ভবিষ্যতের সঞ্চয় বাড়াবে। তুলা: আজ জটিল কোনও পরিস্থিতি পেরিয়ে যেতে সক্ষম হবেন। আপনার কথা বলার ক্ষমতা জটিল কোনও পরিস্থিতি থেকে আপনাকে বের করে আনবে। বৃশ্চিক: আজ আপনার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। সেই কারণে বিষন্নতা তৈরি হতে পারে। আজ দূরে কোথাও ভ্রমণ এড়িয়ে চলুন। ধনু: আজ বড়দের আশীর্বাদ আপনাকে আনন্দ দেবে। আজ আপনার সঞ্চয় আপনাকে নিশ্চিন্ত করবে। আজ বাড়িতে কাছের মানুষদের সঙ্গে দেখা হতে পারে। মকর: আজ কর্মক্ষেত্র উপভোগ করবেন। আজ আপনার পরিশ্রমের সঠিক মূল্য পাবেন কর্মক্ষেত্রে। আজ অতিরিক্ত কাজ আপনাকে ক্লান্ত করে দেবে। কুম্ভ: আজ কোনও কারণ ছাড়াই পরিকল্পনা বাধা পাবে। আজ বড়দের কথা শুনে চললে সাফল্য পাবেন। আজ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। মীন: আজ আপনার বিষন্ন লাগতে পারে। আজ আটকে থাকা অর্থ উদ্ধার করতে পারবেন। আজ ছাত্রছাত্রীদের সাফল্য পেতে হলে পরিশ্রম করতে হবে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023