
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ কোনও কারণে তাড়াহুড়োয় থাকতে পারেন। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক সময় কাটবে আজ। যেকোনও যানবাহন আজ সাবধানে চালাবেন, নাহলেই বিপদ।
বৃষ: আজ সহকর্মীর থেকে সাহায্য পাবেন।আজ কোনও সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। মিথুন: আজ আপনার কথাবার্তায় সহকর্মীরা প্রভাবিত হবে। প্রেমের যোগ রয়েছে। কর্কট: আজ আপনার রাশিতে চন্দ্রের আশীর্বাদ থাকবে। আগের থেকেকাজ করার শক্তি বাড়বে। আত্মসম্মানবোধ বজায় রাখবেন আজ। সিংহ: আজ আপনার মন খারাপ থাকতে পারে।বন্ধু ও পরিবারের সাথে কথোপকথনের আগে সতর্ক থাকুন। যেকোনও রকম বিবাদ এড়িয়ে চলুন। কন্যা: আজ নতুন করে অর্থ উপার্জনের পথ খুলে যেতে পারে। সিঙ্গেলরা সঙ্গী খুঁজে পেতে পারেন। তুলা: আজ বড়দের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো হবে। বৃশ্চিক: ব্যবসায় আজ ভালো লাভ হবে। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন। ধনু: আজ আপনার মনে হতে পারে সবকিছু আপনার বিপক্ষে।আজ আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। কাজে এর প্রভাব পড়তে পারে। মকর: আজ আপনার রাশিতে চন্দ্রের আশীর্বাদ থাকবে। আজ সহকর্মীদের সমর্থন থাকবে। সিঙ্গেলরা সঙ্গী খুঁজে পেতে পারেন। কুম্ভ: আজ আয় ও ব্যায়ের মাঝে সমতা রাখতে পারবেন। আজ কর্মক্ষেত্রে উন্নতি করবেন। আপনার বিপক্ষরা আজ আপনার নিয়ন্ত্রণে থাকবে। মীন: আজ ঘুমে সমস্যা দেখা দিতে পারে। আজ কোনও ধর্মস্থানে ঘুরতে যেতে পারেন।আজ আপনার অভিভাবকের যত্ন নিন।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023