Tripura Assembly Election 2023: আজ ত্রিপুরায় চলছে বিধানসভা ভোট

নিউজটাইম ওয়েবডেস্ক : সকাল থেকে ত্রিপুরায় শুরু হয়েছে বিধানসভা ভোট। মোট ৬০ টি আসনে ভোটগ্রহণ চলছে সেখানে। সর্বশক্তি দিয়ে ত্রিপুরায় ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। ৬০ টি আসনের মধ্যে ৫৫ টি আসনে লড়ছে বিজেপি। বাকি ৫ টি আসনে বিজেপির সঙ্গে জোট করে প্রার্থী দিয়েছে আইপিএফটি। জোর লড়ছে সিপিএম। ৪৭ টি আসনে দাঁড়িয়েছেন বাম প্রার্থীরা। বাকি আসনগুলিতে বামের সঙ্গে জোট বেঁধে দাঁড়িয়েছেন কংগ্রেস। এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মার নেতৃত্বে, তিপ্রা মোথা পার্টি লড়ছে ৪২ টি আসনে।

সকাল থেকে যে চিত্র ত্রিপুরায় ধরা পড়ল তা পশ্চিমবঙ্গের জন্য যেন স্বপ্ন। লাইনে দাঁড়িয়ে প্রার্থীরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। ভোট দেওয়ার জন্য কোনও দলের তরফে জোরপূর্বক ভোট দেওয়ানো হচ্ছে না। সকাল সকাল ভোট দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভোটের ফলাফল প্রকাশিত হবে ২ মার্চ। ত্রিপুরার মানুষ সরকার হিসেবে কোন দলকে বেঁছে নিল তা বোঝা যাবে ফল প্রকাশ হলে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube