
নিউজটাইম ওয়েবডেস্ক : দলীয় কর্মীদের দিয়ে পা টিপিয়ে ভাইরাল হলেন, বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর জেলার সাংগঠনিক ট্রেড ইউনিয়ন সভাপতি পার্থপ্রতিম সরকার। জানা গিয়েছে, সোমবার সকালে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও তে দেখা গিয়েছে, বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি পার্থপ্রতিম সরকার তার দলীয় কর্মী সাদ্দাম সেখ কে দিয়ে পা টেপানোর কাজ করছেন।কেউ ব কারা এই ঘটনার ভিডিও করেন।এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
যদিও পার্থ প্রতিম সরকারের দাবি, কান্দি গোকর্ণতে অবস্থিত নেতাজী সুভাষ উদ্যানে তার পায়ে চোট লাগে। যার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক কে দেখানো হয়। চিকিৎসকের পরিমর্শে পা- এ ম্যাসেজ করছিলেন। যদিও তার চিকিৎসকের শংসাপত্র দেখিয়েছেন তিনি। পার্থ প্রতিম সরকারের অভিযোগ, বিরোধীরা সেই ভিডিও করে পঞ্চায়েত নির্বাচনে আগে কালীমালিপ্ত করার চেষ্টা করছেন। তৃণমূল কর্মী সাদ্দাম মিঞার দাবি, পার্কে গিয়ে ঢোকরা মুখে পা পিছলে পড়ে যান। জল ও বরফ দিয়ে তার পায়ে ম্যাসেজ করা হচ্ছিল।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023