
নিউজটাইম ওয়েবডেস্ক : পাড়ার কলের জল নেওয়া নিয়ে বিবাদের জেরে এক বিজেপি নেতার অন্তঃসত্বা মেয়ের পেটে লাথি এবং তার বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধেl হুগলির মগরার বাশবেড়িয়ার ১৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। বিজেপি নেতা জগন্নাথ দাসের অভিযোগ গতকাল জল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ হয়।
তখন স্থানীয় তৃণমূল নেতা রাখাল দাস, তার বাড়িতে ঢুকে তার অন্তঃসত্বা মেয়ের পেতে লাথি মারে এবং বাবাকে মারধর করে। দুজনেই চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি। তারা বিজেপি করার জন্য এই আক্রমণl এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। যদিও তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি lLatest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023