তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব,বিধায়কের বিরুদ্ধে পোস্টার

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বুধবার সকালে ডোমজুড়ের শলপ বাজার এলাকায় স্থানীয় তৃণমূল বিধায়ক এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে একাধিক নীল সাদা ব্যানার দেখা যায়। ওই ব্যানারে কল্যাণ ঘোষকে সরাসরি চোর, ধান্দাবাজ, চিটিংবাজ এবং তোলাবাজ বলা হয়েছে। ব্যানারের নিচে লেখা আছে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।  একই ধরনের ব্যানার দেখা যায় ডোমজুড়ের ডাসি এলাকাতেও। এই নিয়ে গোটা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে কে বা কারা এই ব্যানার লাগালো তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কল্যান ঘোষের বিরুদ্ধ গোষ্ঠীর লোকেরা এই কাজ করে থাকতে পারে।

উল্লেখ্য, গত  বিধানসভা নির্বাচনের আগে একই কায়দায় প্রাক্তন মন্ত্রী এবং তৎকালীন স্থানীয় তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিকবার পোস্টার মারা হয়। পরে অবশ্য তিনি বিজেপিতে যোগদান করেন এবং ওই কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করে হেরে যান। যদিও তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় এলে তিনি ফের তৃণমূলে যোগদান করেন। এই ঘটনার পেছনে রাজীব অনুগামীরা থাকতে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube