তৃণমূলের ফ্ল্যাগ এবং ফেস্টুন ছেঁড়া নিয়ে উত্তেজনা
4 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
তৃণমূলের
কংগ্রেসের ফ্ল্যাগ এবং ফেস্টুন ছেঁড়া
নিয়ে উত্তেজনা। ঘটনাটি
ঘটে জগৎবল্লভপুরের মাজু যাদববাটি এলাকায়। আজ
সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা
দেখেন যেখানে কিছুদিন আগে
জল প্রকল্পের শিলান্যাস হয়েছিল ঠিক সেখানেই মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
এবং স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষের ছবিসহ ফেস্টুন,
ব্যানার এবং দলীয় পতাকা
কে বা কারা ছিড়ে
রাস্তার ধারে ফেলে দিয়ে
যায়।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা
ছড়িয়ে পড়ে। তৃণমূল কর্মীরা বিক্ষোভ
দেখাতে থাকেন। তৃণমূল
কংগ্রেস কর্মীরা জগৎবল্লভপুর থানায় খবর দিলে
ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয়
তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিকভাবে লড়াইয়ে না পেরে বিজেপি
কর্মীরা চক্রান্ত করে এই কাজ
করেছে। এ
ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি
করেছেন। যদিও
বিজেপির পক্ষ থেকে যাবতীয়
অভিযোগ অস্বীকার করা হয়েছে।
স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে
এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।