সুন্দরবনে ঘন ঘন বাঘের দর্শন, সংখ্যা বেড়েছে দাবি বন দফতরের

নিউজটাইম ওয়েবডেস্ক : ২০১৮ সালে হওয়া ব্যাঘ্র সুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬টি। এরপর মাঝের কটা বছর বাঘের সংখ্যা জানার চেষ্টা না হলেও ২০২১ সালের ডিসেম্বর মাসে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশান প্রোগ্রামে ফের সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা জানার জন্য ক্যামেরা ট্রাপিংয়ের কাজ শুরু হয়। সুন্দরবনের গভীর জঙ্গলে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে ইনফ্রা রে প্রযুক্তির মাধ্যমে বাঘের ছবি তোলা হয়। একমাস ব্যাপী ছবি তোলার পর সেই ছবি বিচার বিশ্লেষণ করে সুন্দরবনের জঙ্গলে বাঘের আনুমানিক সংখ্যা নির্ধারণ হবে। সেই প্রক্রিয়াই চলছে এখন। বন দফতরের দাবি বাঘের সংখ্যা বৃদ্ধি ইতিবাচক। 

এবার মোট তিনটি পর্বে বাঘ গণনার কাজ চালায় বন দফতর। প্রথম পর্বে নৌকায় বা ভুটভুটিতে জঙ্গল লাগোয়া নদী, খাঁড়িতে ঘুরে ঘুরে বাঘের পায়ের ছাপ বা বাঘের দেখা যে এলাকায় বেশি পাওয়া যায় সেগুলিকে চিহ্নিত করে নির্দিষ্ট মোবাইল অ্যাপে সেগুলি নথিভুক্ত করেন বনকর্মীরা। এরপর দ্বিতীয় পর্বে ক্যামেরা বসানোর কাজ হয় গভীর জঙ্গলে। আর তৃতীয় পর্বে সেই ক্যামেরায় ওঠা ছবি বিচার বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করা।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগণা বনবিভাগ দুই জায়গাতেই ক্যামেরা ট্রাপিং এর মাধ্যমে এই ‘টাইগার এস্টিমেশান’ এর কাজ হয়েছে। প্রথমে জঙ্গলে বাঘের বসবাস যে এলাকার রয়েছে সেই জায়গা নির্ধারিত করা হয়। এরকম মোট ৭৪৮ টি জায়গায় ক্যামেরা বসানো হয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায়। এক একটি জায়গায় দুটি করে ক্যামেরা বসানো হয়, যাতে সেই ক্যামেরার সামনে বাঘ এলে তার সামনে ও পিছনের দিকের ছবি তাতে ধরা পড়ে। আর ক্যামেরার সামনে বাঘেদের আকৃষ্ট করতে পচা মাংস আর পচা ডিমের সংমিশ্রণে তৈরি করে সেখানে ছড়িয়ে দেওয়া হয়। সেই গন্ধে আকৃষ্ট হয়ে বাঘ ক্যামেরার সামনে এলেই স্বয়ংক্রিয় ক্যামেরায় ছবি ওঠে বাঘের। প্রায় ৪০০ বনকর্মী সুন্দরবনের গভীর জঙ্গলে এই ক্যামেরা বসানো ও তাতে ছবি ওঠার পর সেই ক্যামেরা খোলার কাজ করেছেন। সেই ছবিই বাঘ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বিচার বিশ্লেষণ করে বর্তমানে বাঘের সঠিক সংখ্যা সম্পর্কে সিদ্ধান্তে আসবেন।

তবে বিগত বেশ কিছুদিন ধরে যেভাবে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বাঘের দর্শন মিলছে পর্যটকদের তাতে প্রাথমিক ভাবে জঙ্গলে বাঘের সংখ্যা বৃদ্ধি হয়েছে বলেই মনে করা হচ্ছে। গত কয়েকদিনে পরপর যেভাবে বাঘের দর্শন পেয়েছেন পর্যটকরা তাতে বন আধিকারিক থেকে শুরু করে সুন্দরবনে পর্যটন ব্যবসার সাথে যুক্ত সকলেই মনে করছেন বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকখানি বেড়েছে সুন্দরবনে। সম্প্রতি সুন্দরবনের দোবাঁকির কাছে জোড়া বাঘের দর্শন ও পিরখালি ৭ নম্বর জঙ্গলে একসাথে চারটে বাঘের দর্শন সেই সম্ভবনাকে শিলমোহর দিয়েছে। ভারতীয় সুন্দরবনের জঙ্গলে বাঘের সঠিক সংখ্যা কত সেটা এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। সারা দেশের অন্যান্য জঙ্গলের সাথে সাথে সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যাও কেন্দ্রের তরফে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বনকর্তারা। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube