মেষ থেকে মীন, কেমন কাটবে লক্ষ্মীবার? ৩ নভেম্বর

নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: মাত্রাতিরিক্ত খরচ বেড়ে যাবে। আজ যেকোনও কাজে তাড়াহুড়ো দেখাবেন। শুভ কাজে এগিয়ে যান।

বৃষ: আজ কর্মক্ষেত্রে সকলের সহায়তা পাবেন। অর্থনৈতিক বিষয়ে মনোযোগ বাড়বে। লম্বা পরিকল্পনাগুলি আজ সফলতা পাবে।

মিথুন: আজ ধর্মীয় স্থানে  যেতে পারেন। আজ পরিস্থিতি অনুকূল থাকবে। আটকে থাকা কাজ সম্পন্ন করবেন আজ।

কর্কট: আজ যেকোনও ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। আজ ধৈর্য রাখুন যেকোনও কাজে। বাড়িতে শুভ কাজ হতে পারে।

সিংহ: কোনও কাজ ফেলে রাখবেন না। যেকোনও পরিস্থিতি আজ আপনার নিয়ন্ত্রণে থাকবে। সঙ্গীর সাথে বোঝাপড়া বাড়বে।

কন্যা: কর্মক্ষেত্রে কাজের গতি বাড়বে। আজ নিয়ম-শৃঙ্খলা মেনে চলুন। আয় এবং ব্যয় বাড়বে আজ।

তুলা: কর্মক্ষেত্র অনুকূল থাকবে আজ। পরিবারের বড়দের কথা শুনে চলুন। আজ সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত করুন।

বৃশ্চিক: আজ সহকর্মী ও পরিবার সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে। আজ আটকে থাকা ব্যক্তিগত কাজ সেরে ফেলতে চাইবেন। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন।

ধনু: আজ অলসতা কাটান৷ গুরুত্বপূর্ণ কাজ যত তাড়াতাড়ি পারেন, মেটান। আজ আপনার কথার ওজন বাড়বে।

মকর: আজ গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা হতে পারে। কাজের গতি বাড়বে। পরিবারের মানুষের সহযোগিতা পাবেন আজ।

 কুম্ভ: আজ আপনার সম্মান বাড়বে। নতুন কাজের সুযোগ পেতে পারেন। পরিবারে আনন্দ বাড়বে আজ।

মীন: আজ সঙ্গীর সাথে ভালো সময় কাটাবেন। টাকা খরচ নিয়ন্ত্রণে রাখুন। শত্রুদের এড়িয়ে চলুন আজ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube