
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন। ব্যবসায় উন্নতি হবে। আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবন বদলে দেবে।
বৃষ: আজ পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।সিঙ্গেলরা জীবনসঙ্গী খুঁজে পেতে পারে। মিথুন: আজ কোনও কারণে বিষাদ তৈরি হতে পারে। আজ মুড সুইং হতে পারে। আজ কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলুন। গুপ্ত শত্রু জন্মাতে পারে। কর্কট: আজ আপনি খুশি থাকবেন। আপনার চারপাশে আনন্দ ছড়িয়ে দেবেন। রোম্যান্টিক মুহূর্ত কাটবে সঙ্গীর সঙ্গে। সিংহ: আজ চন্দ্রের সদর্থক ছায়া পড়বে আপনার রাশিতে। কর্মক্ষেত্রে ধৈর্য্য বজায় রাখুন। নতুন চাকরি পেতে পারেন। কন্যা: আজ কোনও মানুষকে সাহায্য করতে পারেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। আজ কোনও খবরে আনন্দিত হবেন। তুলা: আজ কোনও কাজে সন্তুষ্ট হবেন না। আজ কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। মা-বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। বৃশ্চিক: আজ কর্মক্ষেত্রে নিজের লক্ষ্য সুষ্পষ্ট রাখুন। আপনার ভাগ্য আপনাকে জয়ের পথে এগিয়ে দেবে। পরিবারে সমস্যা দেখা দিতে পারে। ধনু: আজ নিজের খরচ নিয়ন্ত্রণে আনুন। অর্থনৈতিক উন্নতি হবে। আজ সৃজনশীল মনোভাব বজায় থাকবে। মকর: আজ চন্দ্রের আশীর্বাদ আপনার মাথায় থাকবে। কর্মক্ষেত্র ও জীবনে ব্যালেন্স বজায় রাখুন। অর্থ উপার্জনের পথ খোলা থাকবে। কুম্ভ: আজ মন ভালো থাকবে না। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। মীন: আজ নিজের মধ্যে উন্নতি দেখতে পারবেন। কোনও জটিল সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ আপনার সঞ্চয় আপনাকে ভার-মুক্ত করবে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023