
নিউজটাইম ওয়েবডেস্ক : ঘটনাটি ঘটেছে, মাটিয়া থানার খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের রাহারাটি মোড়ে টাকি রোডের পাশে । পুলিশ ও স্থানীয় সূত্রে খব্ ভোর চারটে নাগাদ ইঞ্জিনভ্যান ও ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে স্পটেই মৃত্যু হয় তিন যুবকের , আহত আরো চারজন তাদের মধ্যে দুজনকে আরজি করে পাঠানো হয় ।,
ভোর চারটে নাগাদ একটি ইঞ্জিন ভ্যানে মোট আটজন কল বসানোর কাজে যাচ্ছিল মাটিয়া থানার দিকে অপরের দিক থেকে আসা একটি সবজি বোঝাই ম্যাক্স গাড়ি সাথে মুখোমুখি ধাক্কা খায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তিন যুবকের । মাটিয়া থানার পুলিশ দেখো উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় । ম্যাক্স গাড়ি আটক করা হলেও, ড্রাইভার পলাতক ।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023