
নিউজটাইম ওয়েবডেস্ক : বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। এর আগেই শহরতলি ও জেলার কোনা কোনা থেকে কখনও উদ্ধার হচ্ছে বেআইনি আগ্নেয়াস্ত্র, আবার কখনও উদ্ধার হচ্ছে তাজা বোমা।বারংবার একই ঘটনার পুনরবৃত্তি তালিকা আকারে প্রকাশ করা যেতে পারে। আবারও পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল বিস্ফোরক।
মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ মেঘনা জুটমিলের পরিত্যক্ত কোয়ার্টারে হানা দেয়। সেখান থেকে পুলিশ ৩ জনকে পাকড়াও করেছে। ধৃতদের নাম রাহুল ঠাকুর, সিকেন্দার দাস ও সুমিত দাস। ধৃতদের কাছ থেকে পুলিশ একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023