
নিউজটাইম ওয়েবডেস্ক : চাকরিপ্রার্থীদের আন্দোলনে উত্তাল মহানগরী। দিনের পর দিন যেখানে শেষ আশাটুকু খুঁজে পেতে অন্ধকারে একপ্রকার হাতড়াচ্ছেন চাকরিপ্রার্থীরা, সেই জায়গায় খানিকটা হলেও সুখবর পাওয়া গেল ২০১৭ সালের প্রাইমারি টেট প্রার্থীদের জন্য।
বুধবার পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাথমিক টেটে যারা ৮২ নম্বর পেয়েছিলেন তাঁদের নামের একটি তালিকা প্রকাশিত হয়েছে। এই ৮২ জনই টেট পরীক্ষায় পাশ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, সংরক্ষিত শ্রেনীদের আগে ৮৩ নম্বর পেলে টেট পরীক্ষায় পাশ করানো হত। তবে কিছুদিন আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন, সংরক্ষিত প্রার্থীরা ৮২ নম্বর পেলেই পাশ করবেন।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023