
নিউজটাইম ওয়েবডেস্ক : শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে যখন উত্তাল রাজ্য, এরই মাঝে আজ প্রাথমিকের টেট পরীক্ষা। রবিবার সকালের রাজ্যজুড়ে একই চিত্র। ১৪৬০ টি পরীক্ষাকেন্দ্রে হবে টেট পরীক্ষা। ১১টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দিয়েছে।অনেকে পৌঁছে গিয়েছে পরীক্ষাকেন্দ্রে। ৫ বছর পরে টেট পরীক্ষা নিয়ে আবারও আশায় বুক বাঁধছে পরীক্ষার্থীরা।
অন্যদিকে গতকাল পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠকে জানান, কেউ বা কারা টেট পরীক্ষায় বিঘ্ন ঘটাতে চাইছেন। রবিবার সকালে পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশি তৎপরতা দেখা গেল। পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার ঘেরাটোপে পরীক্ষা কেন্দ্রকে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023