
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ থেকে কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ২০২২। বিশ্বের ৩২ টি দল নিয়ে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ২০২২। সেই বিশ্বকাপের ঝড় এসে পড়ল বাংলার ইছাপুর এলাকায়। বেশ কয়েক বছর আগেই চা বিক্রেতা শিবে পাত্রের উদ্যোগে গঠিত হয় আর্জেন্টিনা ফ্যান ক্লাব। বিশ্বকাপ শুরু ঠিক কয়েক ঘণ্টা আগে ইছাপুর নবাবগঞ্জের পেশায় চা বিক্রেতা শিবে পাত্র নিজের উপার্জিত অর্থেই আর্জেন্টিনা তারকা ফুটবলার লিয়োনেল মেসির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন। নীল সাদা রঙের মিষ্টি ও বিলি করা হলো সেইসঙ্গে দুস্থদের কম্বল বিতরণ।
এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড় সংগ্রাম মুখার্জি সহ ইছাপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অন্যান্য সদস্যরা। শিবের পাত্র নিজের হাতে চা বানিয়ে খাওয়ালেন সংগ্রামকে।শিবে পাত্র আরও জানালেন বিশ্বের সমস্ত ট্রফি হাতে তুলেছেন মেসি, শুধু বাকি রয়েছে বিশ্বকাপের ট্রফি হাতে তোলা, তাদের আশা এ বছর মেসির হাতে উঠবে কাতার ২০২২ এর বিশ্বকাপ। ভারতীয় জাতীয় দলের ফুটবলার সংগ্রাম মুখার্জি জানালেন তিনি সম্পূর্ণভাবেই আর্জেন্টিনার ভক্ত তাই অন্যান্যদের মতো তিনিও আশাবাদী এবারের বিশ্বকাপ জয়ী হবেন আর্জেন্টিনা।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023