ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে চিঠি শুভেন্দুর

নিউজটাইম ওয়েবডেস্ক : ডেঙ্গিতে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার, এমন অভিযোগ তুলেই এবার ডেঙ্গি পরিস্থিতিতে নয়া পদক্ষেপ করলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী।সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে চার পাতার চিঠি দিয়েছেন শুভেন্দু।চিঠিতে পশ্চিমবঙ্গে ডেঙ্গির ভয়াবহতা ও এই বিষয়ে রাজ্য সরকারের অপারগতার কথা উগড়ে স্বাস্থ্য মন্ত্রীকে এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে বলেছেন তিনি।

চিঠির পাতার ছত্রে ছত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শুভেন্দু।রাজ্য সরকারের অর্থ তহবিলে টান পড়েছে, তাই সরকার ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে পারছে না, এমনই অভিযোগ বিরোধী দলনেতার। এমনকি স্বাস্থ্য খাতে কেন্দ্র সরকারের দেওয়া টাকা অন্যভাবে খরচ হয়েছে, এমন অভিযোগও তুলেছেন চিঠিতে।রাজ্যে স্বাস্থ্য দফতরে কর্মী সংখ্যা কম, তাই ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এমন নানা অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube