
নিউজটাইম ওয়েবডেস্ক : অর্থনৈতিকভাবে দুর্বলদের চাকরিতে সংরক্ষণের বিষয়ে ঐতিহাসিক রায় দিল শীর্ষ আদালত। ৫ বিচারপতি বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ ভোট গেল সংরক্ষণের পক্ষে। গত সেপ্টেম্বর মাসে এই নিয়ে শুনানি হয়েছিল। এরপর সোমবার আবার এই মামলায় অবস্থানের কথা জানাল আদালত।
দ্বিতীয়বার ক্ষমতায় এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনগ্রসরদের জন্য চাকরিক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের কথা বলেছিল। এমনকি এই বিষয়ে সংসদে বিল পাশ করে, পরবর্তীতে তা আইনে পরিণত করা হয় কিন্তু ২০১৯ সালে একটি বেসরকারী সংগঠন মামলা দায়ের করে। সেখানে বলা হয়, এই আইনে শিক্ষাগতভাবে পিছিয়ে পড়াদের সংরক্ষণের কথা বলা হয়েছে। অর্থনৈতিকভাবে অনগ্রসরশ্রেনীদের সংরক্ষনের কথা বলা হয়নি। আজ এই বিষয়েই নিজের মতামত জানাল সুপ্রিম কোর্ট। সোমবার ৫ বিচারপতি বেঞ্চের মধ্যে ৩ জন, সংরক্ষণের পক্ষে রায় দিয়েছেন, ২ জন দিয়েছে বিপক্ষে। বিরোধিতা করা একজন বিচারপতি এদিন বলেন, ‘সংরক্ষণ কখনও সমাধান হতে পারে না।’ অন্যদিকে সংরক্ষণের পক্ষে বলা বিচারপতিদের মন্তব্য, আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণ সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘন করে না।Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023