
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: অপ্রত্যাশিত অর্থ আজ হাতে পাবেন। আজ কোনও খুশির খবর পরিবারে আনন্দ বয়ে আনতে পারে।
বৃষ: আজ প্রয়োজনের থেকে বেশি অর্থ খরচ হবে। কর্মক্ষেত্রে কাজ শেষ করতে অনেক বেশি সময় লেগে যেতে পারে। মিথুন: সপ্তাহের শেষ আনন্দের সাথে কাটবে। আজ সম্পত্তি সংক্রান্ত কোনও লেনদেন করতে পারেন। কর্কট: স্বাস্থ্য মোটামুটি থাকবে আজ। বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। সিংহ: আজ জিম জয়েন করতে পারেন। ভ্রমনে ভালো সময় কাটাতে পারেন। কন্যা: কোনও সহকর্মীর থেকে ভালো বুদ্ধি পেতে পারেন।ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। তুলা: স্বাস্থ্য ভালো রাখতে আজ সঠিক পদক্ষেপ করুন। সপ্তাহ শেষে লং ড্রাইভ আপনার মন ভালো করবে। বৃশ্চিক: আজ আপনার মন ভালো থাকবে। মনের ইচ্ছে পূরণ হবে শীঘ্রই। ধনু: কাছের মানুষদের সাথে দেখা হতে পারে আজ। স্বাস্থ্য মোটামুটি থাকবে। মকর: পরিবারে খরচ বাড়তে পারে। সম্পত্তি’তে অর্থ নিয়োগের জন্য আজ ভালো দিন। কুম্ভ: রোজগার বাড়ানোর জন্য নতুন পথ অবলম্বন করতে পারেন। প্রেমিকের সাথে ডিনার প্ল্যান করতে পারেন। মীন: দামী কোনও জিনিস হারিয়ে ফেলতে পারেন আজ। পরিবারের সহায়তা পাবেন আজ।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023