
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: রবিবার মেষ রাশির জাতকদের দিন ভালো কাটবে। অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকবে। অতীতে যে বিনিয়োগ করেছেন, তা আজ ভালো ফল দেবে। সঙ্গীরা আজ সম্পর্কে অকারণে বিবাদ আনবেন না।
বৃষ: আজ বৃষ রাশির উপর চন্দ্রের আশীর্বাদ থাকবে। কর্মক্ষেত্র উপভোগ করবেন আজ। পরিবারে আনন্দ বজায় থাকবে। আজ জীবন নিয়ে কোনও নতুন পরিকল্পনা করতে পারেন। মিথুন: আজ কোনও কারণে মন বিষন্ন থাকবে আপনার। আজ নিজের রাগ নিয়ন্ত্রণ করুন। সঙ্গীর সঙ্গে কথা বলার সময় সতর্ক শব্দ প্রয়োগ করুন। আজ সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। কর্কট: আজ কর্কট রাশিতে চন্দ্রের আশীর্বাদ থাকবে।অতীতের বিনিয়োগ আজ সুফল দেবে। অর্থ উপার্জনের নতুন পথ পাবেন। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। সিংহ: আজ আপনি আনন্দে থাকবেন। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে, দ্বায়িত্ব বাড়বে।সিঙ্গেলরা সঙ্গী খুঁজে পেতে পারেন আজ। কন্যা: আজ কন্যাতেও চন্দ্রের আশীর্বাদ থাকবে। দীর্ঘ দিনের আটকে থাকা কাজ আজ সমাধা হবে। ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আজ পরিশ্রমের ফল পাবেন। তুলা: আজ পারিবারিক কাজে আনন্দে থাকবেন। আজ সম্পর্কের সমস্যা, আলোচনার মাধ্যমে সমাধান করুন। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ভালো। বৃশ্চিক: আজ বৃশ্চিক রাশির জাতকদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার কোনও নতুন প্রোজেক্ট ভেস্তে যেতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনযোগ দিতে হবে। ধনু: আজ ধনুতে চন্দ্রের আশীর্বাদ থাকবে। আজ লোন নিতে পারেন, পারিবারিক কারণে। আজ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মকর: আজ কাজে তেমন উৎসাহ পাবেন না।মন বিষন্ন হয়ে যেতে পারে। আজ পরিবারে বিবাদ বাধতে পারে। কুম্ভ: আজ আপনি অখুশি থাকবেন। কর্মক্ষেত্রে বাধা আসবে। আজ যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করুন। মীন: আজ আপনার সমস্ত পরিকল্পনা সফল হবে। পারিবারিক গেট টুগেদার হতে পারে। ভ্রমনের পরিকল্পনা করতে পারেন।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023