
নিউজটাইম ওয়েবডেস্ক : সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সোমবার পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত সম্মেলনে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। মঙ্গলবার আদিবাসী গৌরব দিবসে যোগ দিয়ে আদিবাসীদের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেন। একই দিনে মুখ্যমন্ত্রী ও বিজেপি সভাপতির সফরে অস্বস্তিতে প্রশাসনিক কর্তারা। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কটাক্ষ চিন্তা বাড়াচ্ছে দলের অন্দরে।
পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর সফরে রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। নারায়নগড়ে পঞ্চায়েত সভাকে ঘিরে সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ত্রিস্তর পঞ্চায়েতে শাসক দলের লাগামছাড়া দুর্নীতির কারণেই কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলি সফল করা যায়নি সেকথাই উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে এক ইঞ্চি জমিও ছাড়বে না সেকথা মনে করিয়ে দেন কর্মীদের।
Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023