জঙ্গলমহল জমজমাট, একদিকে মমতা অন্যদিকে সুকান্ত

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ বিরসা মুন্ডার জন্মদিনে জঙ্গলমহলের বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রী। বেলপাহাড়ির সাহাড়ি’তে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠনের সঙ্গেও মিলিত হবেন মুখ্যমন্ত্রী। ধামসা-মাদল, জমির পাট্টা ইত্যাদি একাধিক সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী।দুপুর দুটো নাগাদ হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী বেলপাহাড়িতে পৌঁছবেন। বেল পাহাড়ির সভা শেষ করে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে রাত্রি যাপন করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে আজকে জঙ্গলমহলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরসা মুন্ডা জন্মদিনে একাধিক কর্মসূচি রয়েছে। বেলা দেড়টার সময় ঝাড়গ্রামের মানিক পাড়ার ঠাকুরথান গ্রামে আদিবাসী পরিবারের সাথে মধ্যাহ্নভোজন করবেন বিজেপি রাজ্য সভাপতি। এরপর বেলা ৩ টা নাগাদ গোপীবল্লভপুরের বিরসা ডেরা গ্রামে জনসভা সুকান্ত।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube