
নিউজটাইম ওয়েবডেস্ক : স্কুল কামাই করে শ্রেণী শিক্ষক বা শিক্ষিকাকে চিঠি মোটামুটি আমরা সবি দিয়েছি। আচ্ছা কী কারণ উল্লেখ করতেন চিঠিতে মনে আছে? ঠাম্মা কিংবা দিদিমা পরলোক গমন করেছেন, কিংবা পেটে ব্যথা এমন অনেক অজুহাতে সাজানো থাকত চিঠির পাতা।কিন্তু সেখানে কোনওদিন ‘মন খারাপ’এর উল্লেখ করেছেন? করেননি বোধহয়। কিন্তু মন খারাপেরও তো গুরুত্ব রয়েছে। এবার মন খারাপের অনুপস্থিতি মার্জনার চিঠি লিখল এক খুদে।‘মুহতাদী’র লেখা সেই চিঠি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
খুদে এই ছাত্র থাকে প্রতিবেশী দেশ ঢাকায়। মন খারাপ হয়েছিল তার, তাই স্কুল যেতে পারেনি সে। চিঠিতে অন্য অজুহাতের আশ্রয় না নিয়ে, অকপট স্বীকারোক্তিতেই ছুটি মঞ্জুরের প্রার্থনা রাখল সে। অপটু হাতে লেখা সেই চিঠিতে তারিখ সহ উল্লেখ করেছে সে মন খারাপের কথা। অন্যরা যেখানে নানা অজুহাতের আশ্রয় নেয়, সেখানে অলক্ষ্য ক্ষতর কথা সে উল্লেখ করেছে হয়তো এই বিশ্বাস থেকে যে প্রধান শিক্ষক হয়তো তার মন খারাপের কথা বুঝবেন, গুরুত্ব দেবেন।Latest posts by news_time (see all)
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023
- কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - February 8, 2023