
নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর এক নম্বর ব্লকের অন্তর্গত শ্যামসুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিল ভেঙ্গে এক শিশু চাপা পড়ে যায়। সঙ্গে সঙ্গেই বিদ্যালয় থেকে ঐ শিশুকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা ঐ শিশু কে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শ্যামসুন্দরপুর এলাকা। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যান রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বিডিও । ছাত্র মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে যাতে কোন ঝামেলা তৈরি না হয় সে জন্য মোতায়ন রয়েছে পুলিশও।
অন্যদিকে গতকাল মালদহে স্কুলের শৌচাগারের ছাদ ভেঙে মাথায় পড়ে মৃত্যু হয়েছে একাদশ শ্রেণীর ছাত্রের। আহত হয় আরও এক জন। আজও আবার একই ঘটনার পুনরাবৃত্তিতে রাজ্য সরকার ও স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্কুল এবং প্রশাসনের এমন গাফিলতি হয় কীভাবে সেই নিয়েই উঠছে প্রশ্ন।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023