নাবালিকাকে শ্লীলতাহানি, গ্রেফতার প্রধান শিক্ষক

নিউজটাইম ওয়েবডেস্ক :

এক নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক। ঘটনা পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত গেরুয়া গ্রামে। মঙ্গলবার ধৃত ওই প্রধান শিক্ষককে পুরুলিয়া আদালতে তোলা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গেরুয়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুল চলাকালীন  স্কুলেরই চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানি করেন স্কুলের প্রধান শিক্ষক প্রবির দত্ত অভিযোগ।

 ঘটনার পরেই ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের লোকজনদের জানায়।পরিবারের লোকজনেরা স্কুলে এসে ওই প্রধান শিক্ষককে বিষয়টি বললে প্রধান শিক্ষক প্রথমে সমস্ত অভিযোগ অস্বীকার করে, পাল্টা তাদের পরিবারকে হুমকি দিতে থাকে বলে অভিযোগ। এর পরেই নাবালিকা ওই স্কুল ছাত্রীর পরিবার পুরুলিয়া বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । বলরামপুর থানার পুলিশ ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করে l তাঁর বিরুদ্ধে পকশো আইনে মামলা রুজু করে। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube