
নিউজটাইম ওয়েবডেস্ক : এবার জাপানে আটকে থাকা জাহাজ থেকে ঘরে ফিরতে চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেন উত্তর দিনাজপুরের কানকির এক বাসিন্দা। ইতিমধ্যেই জাহাজটির জাহাজটির যাত্রীদের মধ্যে ৬২জন করোনা ভাইরাসে আক্রান্ত। তাতেই জাহাজের ভারতীয় ক্র মেম্বারদের মধ্যে বাড়ছে আতঙ্ক।কেমন করে ছেলেকে ঘরে ফেরাবেন সেই নিয়ে চিন্তায় সরকার পরিবার। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। জাহাজে রয়েছেন ১৬০জন ভারতীয়।তিনি জানান জাহাজ এখন ও ইয়কোহামা বন্দরে । তারা এখন ও খুব ই বিপদের মধ্যে আছেন।
নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।