
নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২১ সালের ২৬ জানুয়ারি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন বাংলার টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস। মৌমার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। ২০০৪ সালের অলিম্পিক গেমসে একক ভাবে অংশ নেন তিনি। ১২ বছর পর ২০১৬ সালে দ্বিতীয়বার অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন এই বাঙালি টেবিল টেনিস খেলোয়াড়। ২০১৭ সালে ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মানিকা বাত্রার সাথে জুটি বেঁধে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান মৌমা। ২০১৮ কমনওয়েলথ গেমসে রৌপ্য পদকও জিতেছে এই জুটি। এর আগে অর্জুন পুরস্কার পেয়েছেন এই মহিলা ক্রীড়াবিদ। আজ ভারতের চতুর্থ সামরিক সম্মান পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়ে ফের একবার দেশের মঞ্চে বাংলাকে গর্বিত করলেন মৌমা।
দেশ ও এশিয়া স্তরে বেশ কয়েকটি রেকর্ড রয়েছে মৌমার দখলে। এশিয়ান হিসাবে সবচেয়ে বেশীবার ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি। দেশের হয়ে টেবিল টেনিসে সবচেয়ে বেশী পদকও মৌমার দখলে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশী স্বর্ণপদক জেতারও রেকর্ডও রয়েছে তার। এখনো পর্যন্ত ১০০ এর বেশি সোনা জিতেছেন মৌমা। সব মিলিয়ে মোট ১৩টির বেশী রেকর্ড মৌমার।