
নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার ফের রাতভর বোমাবাজিতে উত্তপ্ত হল ভাটপাড়া।এদিন রাতে রামনগর কলোনি এলাকায় বিজেপি কর্মী রাজ বিশ্বাসের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতিরা। এই ঘটনার জন্য তৃণমূলকেই কাঠগোড়ায় তুলেছে বিজেপি। এই বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তাতেই ধরা পড়েছে হামলের ঘটনা। এর পরেই পাল্টা আক্রমন করা হয়। অবশেষে লাঠিচার্জ করে ঘটনা নিয়ন্ত্রনে আনে পুলিশ। জানা গিয়েছে, পুলিশের লাঠির আঘাতে প্রায় ১০ জন আহত হয়েছেন। এবিষয়ে বিজেপি নেতা রাজ বিশ্বাসের পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে, বাড়িতে বোমা হামলার কথা জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে যাওয়া হলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। উল্টে তাঁদের পরিবারের একজনকে গ্রেফতারও করা হয়। পুলিশের এহেন কার্যকলাপের প্রতিবাদে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়াছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।