
নিউজটাইম ওয়েবডেস্ক : নাম করে ‘তোলাবাজ ভাইপো’ বলায় শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিসে অভিযোগ করা হয়েছে কোনো রকমের প্রমাণ ছাড়াই তোলাবাজির অভিযোগ এনেছেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী। ৩৬ ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেকের আইনজীবি।
এর আগে অমিত শাহের সভা থেকে ‘তোলাবাজ ভাইপো হঠাও’ স্লোগান তুলেছিলেন শুভেন্দু। সেবার অভিষেক চ্যালেঞ্জ করেছিলেন, সাহস থাকলে নাম নিয়ে দেখান। এর পর গতকাল খেজুরির সভা থেকে শুভেন্দু স্লোগান দেন ‘তোলাবাজ ভাইপো অভিষেক হঠাও’। তার পরেই আইনি পদক্ষেপ নিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক।