
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে দৈনিক আক্রান্তের হার গত বেশ কয়েকদিন যাবৎ কম, প্রত্যেকদিন এই সংখ্যা একটি স্বস্তিজনক জায়গায় যাচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২২,২৭২ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০১,৬৯,১১৮। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫১ জনের। এরফলে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১,৪৭,৩৪৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ২,৮১,৬৬৭ জন। ইতিমধ্যেই দেশে মোট সুস্থ হয়েছেন ৯৭,৪০,১০৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২,২৭৪ জন।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তথ্য অনুসারে ইতিমধ্যে গোটা দেশে মোট করোনা নমুনা পরীক্ষা হয়েছে ১৬,৭১,৫৯,২৮৯ টি। এরমধ্যে শুধু শুক্রবার পরীক্ষা হয়েছে ৮,৫৩,৫২৭ জন। অন্যদিকে ভারত বায়োটেকের কর্নধার কৃষ্ণা এলা এবং সুচিত্রা এলা, নতুন ভ্যাকসিন ভারতে ও বিশ্বের বাজারে ছাড়ার সম্পর্কে ইতিমধ্যেই উপ রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সাথে আলোচনা পর্ব শুরু করতে চলেছেন বলে জানা যাচ্ছে। ভারত বায়োটেক ও ন্যাশানাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সাথে যুগ্ম প্রচেষ্টায় তৈরি হয়েছে কোভ্যাক্সিন। অন্যদিকে, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১,৫৪১ জন। বর্তমানে রাজ্যে দৈনিক সুস্থতার সংখ্যা ১,৯৫৪। বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৪৪,৭৫৫। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫,২০,৪৭০ জন।