
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের উদ্ধার হল ৩১৪ টি কচ্ছপ। এদিন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো, বিএসএফ এবং বনদপ্তর আধিকারিকরা যৌথভাবে অভিযান চালিয়ে এতগুলি কচ্ছপ উদ্ধার করে। ইতিমধ্যেই ঘটনার সাথে জড়িত ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল-এর তরফে পাওয়া খবর অনুযায়ী, আগে থেকেই তাঁদের কাছে কচ্ছপ পাচার করার খবর ছিল। জানা গিয়েছিল অন্ধপ্রদেশ থেকে প্রচুর কচ্ছপ নিয়ে বনগাঁ বর্ডার দিকে এসেছে টাটা ৭০৯ গাড়িটি। এই খবরের ভিত্তিতেই তড়িঘড়ি সেখানে পৌঁছায় ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো, বিএসএফ এবং বনদপ্তর আধিকারিকেরা। সেখান থেকেই দুজনকে গ্রেফতার করা হয়। এতগুলি কচ্ছপ নিয়ে তা কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছেন তাঁরা। তবে আশঙ্কা করা হচ্ছে কচ্ছপগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এবিষয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করা হচ্ছে ।