
নিউজটাইম ওয়েবডেস্ক : দিনে দুপুরে শুট আউটের ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে নারায়ণ বিশ্বাস নামে এক ব্যবসায়ীর। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার রায় পুর এলাকায়। ঘটনার খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
এদিন সকালে রায়পুরের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে নিজের পুকুরে মাছেদের খাবার দেওয়ার জন্য যাচ্ছিলেন নারায়ণ বিশ্বাস। অভিযোগ তখনই মুখ ঢাকা অবস্থায় চার দুষ্কৃতি তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাঠের মাঝে পড়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তাকে। বছর খানেক আগে ও নারায়ণ বিশ্বাসের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল। পুলিশের প্রাথমিক অনুমান প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই খুনের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।