
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার পার্ক সার্কাসে আন্দোলনরত এক প্রৌঢ়ার মৃত্যুকে ঘিরে করা মন্তব্যের জেরে এবার বিতর্কের শিকার হলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। পার্ক সার্কাসে আ্ন্দোলনকারিদের মৃত ওই মহিলা নাকি বহিরাগত। তবে শুধু তিনিই নন বিজেপির একাংশের মতামত তাঁদের মধ্যে অনেকেই বহিরাগত।
এদিন সায়ন্তন বসু ক্ষোভ প্রকাশ করে বলেন “যারা ভারতীয় মুসলমান হলে তার কোনও চিন্তা নেই, কিন্তু বাংলাদেশি মুসলমান হলেই চিন্তার।” এরপরেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমন করে বলেন,“যাঁর কাজ বিভ্রান্তি দূর করা, তিনি এখন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন । বাংলাদেশি হিন্দু শরণার্থী ও উদ্বাস্তু তাঁদের কোনও কাগজ না দেখেই নাগরিকত্ব দেওয়া হবে । এতে কোনও বিভ্রান্তি নেই ।” বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, বহিরাগতরা এসে এইভাবে আন্দোলন করলেই এনআরসি ও সিএএ থামানো সম্ভব হবেনা। যে যাই বলুন বহিরাগতদের দেশ থেকে তাড়ানো হবে।