
নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার এমন তথ্যই জানানো হল নবান্নের তরফে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এক আধিকারিকের তরফ থেকে জানানো হয় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪, মোট সংখ্যা ৭। নবান্নের তরফে প্রথমে জানানো হয়েছিল, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত মোট ৫৩ জন। করোনায় এ রাজ্য়ে সুস্থ হয়েছেন ৩ জন।
যদিও পরে সাংবাদিক বৈঠক করে মুখ্য়সচিব ব্য়াখ্য়া দেন, ”৫৩ জনের মধ্যে ৩ জন সুস্থ। তাহলে কেসের সংখ্যা ৫০। ৫০ জনের মধ্য়ে ৯ জনের দ্বিতীয় পরীক্ষা নেগেটিভ, তাহলে সংখ্যাটা ৪১। কিছু লোক ছিল, কারও হার্টের অসুখ ছিল, কারও কিডনির সমস্যা ছিল, এমন ৪ জনের মৃত্যু করোনায় কিনা জানা যায়নি। তাঁদেরকে এই ৫৩ জনের তালিকায় রাখা হয়েছিল। আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাহলে সংখ্যাটা ৩৪। এখন আমাদের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্য়া ৩৪” করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে বাংলাও। ভাইরাস মোকাবিলায় তৎপর মমতা সরকার। এদিকে, আজও প্রশাসনের নির্দেশিকাকে উপেক্ষা করেই লকডাউন না মানার ছবি সামনে এসেছে। কলকাতার একাংশে যেমন লকডাউন অমান্য করা ছবি চোখে পড়েছে, তেমনই কয়েকটি জেলাতেও রাস্তায় মানুষের ভিড় দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী জানান,আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। সকলকে লকডাউন মেনে চলার অনুরোধ করেন তিনি। অযথা বাজারে ভিড় করতে নিষেধ করেন। শরীর সুস্থ রাখতে সেদ্ধ ভাত খেতে বলেন।সবসময় পেট ভর্তি রাখতে বলেন। রাস্তায় আড্ডা মারতে প্রবল ভাবে বারণ করেন তিনি। এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ক্রমাগত বাড়ছে। ভারতে ভাইরাসে আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২০১৮। মৃতের সংখ্যা ও ৫০ ছুঁয়েছে।