
নিউজটাইম ওয়েবডেস্ক : গোটা দেশজুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিত্য জিনিসের যোগান নিয়ে চিন্তা। সোশ্যাল ডিসটেনসিং নিয়ে বলা হলেও খাবারের জন্য যেতেই হচ্ছে বাজার। বহু জায়গায় নির্দিষ্ট দূরত্ব বজায় রাখাও সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে বুধবার হাসপাতালগুলির পর বৃহস্পতিবার বাজার সচল রাখতে রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখে মাস্ক বেঁধে বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় প্রথমে যান বড়বাজারের পোস্তা বাজারে। কথা বলেন সবজি বিক্রেতাদের সাথে।সেখান থেকে যাতে শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় হেঁসেলের অত্যন্ত জরুরি পণ্যগুলি পৌঁছে যায়, সেই বিষয়টি বিশেষভাবে নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী। এরপরই মুখ্যমন্ত্রী পৌঁছান জানবাজারে। খুচরো বিক্রেতা-ক্রেতাদের সঙ্গে কথা বলেন। জানবাজারের পর মুখ্যমন্ত্রী যান রফি আহমেদ কিদওয়াই রোডে। সেখানেও খুচরো বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। জানান খাদ্যদ্রব্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োদন নেই। নির্দেশমতো সতর্কতা মেনে চলাই জরুরী। রাস্তায় ইঁট দিয়ে গোল দাগের মাধ্যমে মানুষের সঠিক অবস্থান বুঝিয়ে দেন তিনি। করোনাভাইরাসের মোকাবিলায় সামাজিক দূরত্ব মেনে চলা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী। কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, তা নবান্নে নিজে হাতে এঁকেও দেখান।