
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে দেশবাসী। এই পরিস্থিতিতে জ্বর বা সর্দি-কাশির মতো কোন উপসর্গ দেখা গেলেই মনে মনে করোনার ভয় দানা বাঁধছে প্রায় সকলেরই। কিন্তু সেই ভয়ে এবার আত্মহত্যা করার ঘটনা ঘটল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে।
দুর্গাপুরের অন্ডালের উখড়ার মাঝপাড়ার বাসিন্দা ওই আত্মঘাতী ব্যক্তি। তাঁর পরিবার সুত্রের খবর, গল ৭ দিন থেকেই তাঁর জ্বর ছিল। কোন ভাবের জ্বর না কমার ফলে করোনা আতঙ্কে পরিবার থেকে নিজেকে আলাদা করে পাড়ার একটি ক্লাবঘরে থাকছিলেন তিনি। রাতেও সেখানেই ঘুমোচ্ছিলেন তিনি। কিন্তু বুধবার রাতে সেই ক্লাবঘরে আসে হাজির হন পুলিশ। বাড়ি ছেড়ে ক্লাবে শোয়ার কারনে ওই ব্যক্তিকে পুলিশ রীতিমতো বকাবকিও করেন। সেখান থেকে সকালে বাড়ি ফেরার পর থেকেই মানসিকভাবে আরও ভেঙে পড়েন তিনি। এরপরেই নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। প্রসঙ্গত, দেশজুড়ে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন জারি করা হয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৪৯। এবং মৃত্যু হয়েছে মোট ১৪ জনের। এই ভাইরাস মোকাবিলায় বারে বারে প্রশাসনের তরফে জারি করা হচ্ছে সতর্কবার্তা। দেশ ও রাজ্যবাসীকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।