
নিউজটাইম ওয়েবডেস্ক :
লকডাউনের সন্ধ্যায় দুধ কিনতে বেরিয়েছিলেন এক যুবক। বিপদ হলো সেটাই। অভিযোগ, সেই সময় লাঠি চালায় পুলিশ। তার জেরে মৃত্যু হয়েছে যুবকের। তাঁর নাম লাল স্বামী। ঘটনাটি সাঁকরাইলের বানিপুরের। ঘটনাটি কি ঘটেছিল?বুধবার দুধ কিনতে বেরোন বছর ৩২-এর ওই যুবক। সেই সময় রাস্তার ভিড় সরাতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। মৃতের স্ত্রী’র দাবি, জটলার মাঝে পড়ে লাঠির ঘায়ে আহত হন লাল স্বামী। তাঁকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও হাওড়া সিটি পুলিশের ডিসি (সাউথ) রাজ মুখোপাধ্যায় লাঠি চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, আগে থেকেই অসুস্থ ছিলেন ওই যুবক। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। করেন। প্রসঙ্গত, গত বুধবার থেকে ২১ দিন ব্যাপী দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাধানিষেধ নেই। কিন্তু তা সত্ত্বে ও পুলিশের এইরূপ আচরণ বিব্রত করেছে সকলকেই।