
নিউজটাইম ওয়েবডেস্ক :
করোনা ভাইরাসের মারণ ব্যাধি গ্রাস করা নিয়েছে গোটা বিশ্বকে। বাংলাও তার হাত থেকে নিস্তার পায়নি। এই অবস্থায় করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের পাশে দাঁড়ালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা রুখতে প্রয়োজনে ইডেন গার্ডেন্স ব্যবহার করতে পারে রাজ্য সরকার।এমনটাই জানান তিনি। মুখমন্ত্রীর কাছে এই বিষয়ে আর্জি ও জানিয়েছেন মহারাজ। সৌরভ বলেন, রাজ্য সরকার যদি মনে করে করোনা ভাইরাসের মোকাবিলায় , ইডেন গার্ডেন্স ব্যবহার করতে পারে । প্রয়োজনে ইডেনের ডরমেটারিও ব্যবহার করা যেতে পারে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এই প্রস্তাব গ্রহণ করতে পারেন। করোনার প্রাদুর্ভাবে ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫৬২-তে। মৃতের সংখ্যা বর্তমানে ১১। বাংলাতেও থাবা বসিয়েছে করোনা। একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১০। এই অবস্থায় করোনা মোকাবিলায় সব দিক দিয়ে প্রস্তুত রাজ্য। বিভিন্ন হাসপাতালে পৃথক বেড রাখা হচ্ছে। রাজারহাটে আইসোলেশন সেন্টারকে হাসপাতালের রূপ দেওয়া হচ্ছে। অস্থায়ী হাসপাতাল তৈরি রাখছে সরকার।কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কে শুধুমাত্র করোনা প্রতিরোধের জন্য বেছে নেওয়া হয়েছে । এই পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ইডেন গার্ডেন্সের সব সুযোগ সুবিধা রাজ্য সরকারের হাতে তুলে দিতে তাঁরা তৈরি। এতে অসুবিধার কিছু নেই। এই মুহূর্তে এটাই সবার আগে প্রয়োজন।