
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতির জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত সব প্যাসেঞ্জার ট্রেন বাতিল করল ভারতীয় রেল ।আজ মধ্যরাত থেকেই বন্ধ হতে চলেছে দেশের সমস্ত রেল পরিষেবা।বন্ধ থাকবে সমস্ত লোকাল, প্যাসেঞ্জার, এক্সপ্রেস এমনকি মেট্রো পরিষেবা ও । চলবে শুধু মালবাহী ট্রেনগুলি ।
এর আগে ট্রেন বাতিলের পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা রুখতে আরও অনেক পদক্ষেপ করেছিল রেল।বন্ধ হয়েছে যাত্রীদের কম্বল দেওয়া, পর্দা ও ব্যবহার করা হচ্ছেনা আর। বেড়েছিল টিকিটের মূল্য ও। প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আজ সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত দেশবাসীকে ‘জনতা কার্ফু’ পালনের ডাক দিয়েছিলেন মোদী। কোনও জরুরি পরিষেবা ছাড়া স্বেচ্ছায় গৃহবন্দি থাকার আর্জি জানিয়েছিলেন তিনি। সেইমতো আজ সকাল থেকেই দেশজুড়ে ‘জনতা কার্ফু’ পালিত হচ্ছে।