
নিউজটাইম ওয়েবডেস্ক : কেরানার জেরে দিনের পর দিন বেড়ই চেলেছ আতঙ্ক। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরোতে না পারায় ভাটা পড়েছে রোজগারে। এর ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। তবে সেই তালিকায় প্রথমেই রয়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। এবার তাঁদের কথা মাথায় রেখেই আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে বলে শুক্রবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী এই রেশন ব্যবস্থার আওতাভুক্ত হবেন প্রায় ৭ লক্ষ ৮৫ হাজার মানুষ। এখন প্রতি মাসে দু- টাকা কেজি দরে রেশন থেকে চাল পাওয়া যায়। কিন্তু করোনার জেরে রাজ্য জুড়ে যাতে মানুষকে অভুক্ত অবস্থায় দিন কাটাতে না হয়, তাই সেই চাল এবার বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন থেকে তিনি আরও জানান,আগামী ৩১ মার্চ পর্যন্ত ৫০ শতাংশ করে সরকারি কর্মী তাঁদের বাড়ি থেকে কাজ করবেন। অর্থাৎ যখন ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবেন তখন বাকি ৫০ শতাংশ কর্মীকে সরকারি দফতরে হাজিরা দিতে হবে। তবে শুধুমাত্র বেসরকারি সংস্থাই নয়, পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও হাজিরা ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার জন্য এদিন অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।