
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০র বেশি। মৃত ২। পশ্চিমবঙ্গে যদিও এখনও থাবা বসায়নি করোনা। কিন্তু তার মধ্যেই ঝুঁকি নিচ্ছে না রাজ্য। সর্বত্রই নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।
সোমবার রামকৃষ্ণ মিশন সিদ্ধান্ত নিয়েছে যে লোক জমায়েত আপাতত বন্ধ রাখা হবে বেলুড় মঠে। এমনকী সন্ধ্যা আরতির সময়েও সকলের প্রবেশ নিষেধ করা হল। বেলুড় মঠে যারা আসবেন তারা রামকৃষ্ণদেবের মূর্তির সামনে যেতে পারেন। একত্রিত হয়ে মঠ চত্বরে বসার অনুমতি দেওয়া হচ্ছে না । মঠ কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রধান মহারাজের সঙ্গে দেখা করার আপাতত সুযোগ মিলবে না। একই সঙ্গে দীক্ষা নেওয়া যাবেনা । আপাতত দর্শনার্থীদের প্রসাদও বিতরণ করা হবে না । অন্যদিকে ইসকনও কলকাতায় ও মায়াপুরের মন্দিরে জমায়েত নিষিদ্ধ করেছে। অনলাইনে ভক্তদের মন্দিরের অনুষ্ঠান দেখতে পরামর্শ দিয়েছে ইসকন কর্তৃপক্ষ। কোভিড-১৯ নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট হয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি প্রয়োজনীয় জিনিস নিয়ে যাতে কালোবাজারি নাহয় সেদিকেও নজরদারি রাখছে পুলিশ ।