
নিউজটাইম ওয়েবডেস্ক : বহুদিন পর দার্জিলিঙে দেখা মিলল ধসের আর তাতেই প্রাণ হারালেন দম্পতি ।সাথে তাঁদের চার বছরের ছেলে। তবে দম্পতির কন্যাসন্তান।
আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ায় ভাগ্যক্রমে বাঁচলেন। শনিবার ভোররাতে আচমকা পাহাড়ি ধসের কবলে পড়ে দার্জিলিং জেলার লোধামা থানার অন্তর্গত গ্রামের এক বসতবাড়ি। ঘটনায় মারা গিয়েছেন একই পরিবারের নিম দোরজে তামাং (৩৩), তাঁর স্ত্রী প্রেম ডিকি তামাং (২৯) ও শিশুপুত্র নিহাল (৪)। পুলিশ সূত্রের খবর, ভোর ৪.৩০ নাগাদ লোধামা বাজার থেকে ৪ কিমি দূরে আচমকা পাহাড়ে ধস নামে। এরপর যে বাড়িতে ওই দম্পতি ছিল সেই বাড়িটির উপরে একাধিক বিশাল পাথরের চাঁই এসে পড়ে। কোনোভাবেই বেরোনোর সুযোগ পাননি তারা। ঘুমের মধ্যেই মৃত্যু হয় তিন জনের। পরে ধ্বংসস্তূপ থেকে তিনটি দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দম্পতির বড় সন্তান সন্ধ্যা আগের দিন তার কাকার বাড়ি বেড়াতে যায় তাই বাবা-মায়ের সঙ্গে ছিল না সে। এই কারণে প্রাণরক্ষা হয় তার। কিন্তু হঠাৎ ধস কেন নামল? পুলিশের অনুমান, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটির পাশে থাকা পানীয় জলের পাইপ লিক হয়। আর তাতেই পাহাড়ের মাটি আলগা হয়ে যায় এবং আচমকা ধস নামে।