
নিউজটাইম ওয়েবডেস্ক :
করোনাভাইরাসের জেরে আতঙ্কিত গোটা দেশ । করোনাভাইরাস আতঙ্কে ইতিমধ্যে একাধিক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ। তবে নির্ধারিত সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক-সহ বোর্ডের পরীক্ষা চলবে।
শনিবার মুখ্যমন্ত্রীর দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামী সোমবার (১৬ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিও বন্ধ থাকবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। অভ্যন্তরীণ-সহ সমস্ত পরীক্ষাও স্থগিত রাখা হচ্ছে।
উচ্চমাধ্যমিক-সহ বোর্ডের পরীক্ষা অবশ্য নির্ধারিত সূচি মেনেই চলবে বলে জানিয়েছে রাজ্য। তবে এই সংক্রান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নেবে বলে সূত্রের খবর।
তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও শিক্ষকদের যেতে হবে, এই নির্দেশিকা জারি শুধুমাত্র পড়ুয়াদের জন্য।