
নিউজটাইম ওয়েবডেস্ক : গতকালই কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডি এ বৃদ্ধি হয়েছে। শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
রাজ্যের বিদ্যুৎ বণ্টন নিগমের কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) দিতে হবে। শুধুমাত্র বিদ্যুৎ বণ্টন নিগমের কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, অন্য কর্মীদের ক্ষেত্রে নয়। কিন্তু ২০১৬ সালে ডি এর পরিমাণ কমিয়ে দেয় তৃণমূল সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ওই বছরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন নিগমের কর্মীরা। সেই মামলা ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার পাশাপাশি বকেয়ার উপর ১০ শতাংশ হারে সুদ দেওয়ারও নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। এর ফলে,মোট ১৫৪ শতাংশ হারে ডিএ পাবেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। উল্লেখ্য, শুক্রবারই কেন্দ্রীয় সরকারি কর্মাচারীদের ও পেনশনভোগীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে তাঁদের ভাতা বেড়ে দাঁড়াল ২১ শতাংশ।