
নিউজটাইম ওয়েবডেস্ক : খুনের মামলায় জড়িয়ে পড়লেন মুকুল রায়। বৃহস্পতিবার ভবানী ভবনে বিজেপি নেতাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। রানাঘাটে তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর।
বেলা ১০.৩০ মিনিট নাগাদ ভবানী ভবনে পৌঁছন মুকুল রায়। গত কালই লাভপুরে সিপিএম কর্মী ৩ ভাই খুনের মামলায় কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন তিনি। এর আগে এই ঘটনায়, মুকুলের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের ঘটনায় মুকুলের বিরুদ্ধে নতুন করে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, গত বছরের ৯ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর ঠিক আগের দিন একটি অনুষ্ঠানে যোগ দিয়েছে কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস । সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। জনবহুল এলাকায় এই বেপরোয়া আক্রমণে হতভম্ব হয়ে পড়েন এলাকাবাসী। স্বভাবতই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সারা রাজ্যে। বিধায়ক হিসেবে একজন নিরাপত্তারক্ষী ছিল সত্যজিৎ বিশ্বাসের। কিন্তু খুনের দিন ছুটিতে ছিলেন নিরাপত্তারক্ষী। নিরাপত্তারক্ষীর ছুটির সুযোগ নিয়েই বিধায়ককে গুলি করা হয়েছে বলে অভিযোগ। কিংবা এই খুন পরিকল্পনা মাফিক কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।