
নিউজটাইম ওয়েবডেস্ক : করোন সংক্রমণ রুখতে ভেষজ আবিরেই রঙের উৎসবে মাতলেন বালুরঘাটবাসী। ‘দিশারী সংকল্প’র সাথে হাত মিলিয়ে বিভিন্ন ফুলের পাপড়ি, গাজর, বিট ও হলুদের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে ভেষজ আবির তৈরি করছেন বালুরঘাটের বাসিন্দারা। এই আবির একেবারেই কেমিক্যাল বিহীন । এই ধরনের ভেষজ আবির বানাতে পেরে বেশ খুশি এই জেলার পরিবেশ প্রেমী মানুষজন।
করোনা আতঙ্কে সিটিয়ে রয়েছে গোটা দেশ। খাবারদাবার থেকে শুরু করে রঙ সব ক্ষেত্রেই করোনা যেন থাবা বসিয়েছে। এমনকি এই মারণ রোগের ভয়ে শান্তিনিকেতন সহ একাধিক জায়গায় বাতিল হয়েছে বসন্ত উৎসবের অনুষ্ঠান। এহেন পরিস্থিতিতে করোনা সংক্রমণ থেকে মানুষকে দূরে রাখতে এবং পরিবেশ বান্ধব বসন্ত উৎসব পালন করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছেন বালুরঘাটের পরিবেশ প্রেমীরা। গাজর, বিট, ফুলের পাপড়ি এবং হলুদ দিয়ে জেলাবাসীকে ভেষজ আবির তৈরির প্রশিক্ষণই দেওয়া হচ্ছে। প্রশিক্ষন পেয়ে পরিবেশ বান্ধব আবির তৈরি করতে পেরে বেশ খুশি সকলে। তবে বালুরঘাটের পরিবেশ প্রেমী সংগঠন ‘দিশারী সংকল্প’র সদস্যরা জেলবাসীকে এই আবির তৈরির প্রশিক্ষন দেওয়ার পাশাপাশি বিনামূল্যে সকলকে দোলের দিন ভেষজ আবির বিলি করারও উদ্যোগ নিয়েছেন। মূলত করোনা সংক্রমণ থেকে জেলাবাসীকে রক্ষা করতে এবং দোল উৎসবের আমেজ বজায় রাখতেই এমন উদ্যোগ নিয়েছেন ‘দিশারী সংকল্প’র সদস্যরা।