
নিউজটাইম ওয়েবডেস্ক : রাঙিয়ে দিয়ে যাও, যাও যাওগো এবার যাবার আগে। আজ দোল উৎসবের দিন সকলের মনের অন্তরালেই যেন ধ্বণিত হচ্ছে এই গান। সমস্ত ভেদাভেদ ভুলে আজ সকলের সাথে নিজেকে রাঙিয়ে নিতে ব্যস্ত সকলে। প্রিয়জন হোক বা অপরিচিত, ছোট অথবা বড় সকলকে রাঙিয়ে তুলতে আজ সকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে দোল উৎসব।
আজ ফাগুন লেগেছে বনে বনে। তবে এই রঙের উৎসবের মধ্যেও কোথাও যেন কাঁটা হয়ে দাঁড়িয়েছে করোনা আতঙ্ক। বন্ধ হয়েছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের দোল উৎসব। তবে কোন কারনেই রঙের উৎসব থেকে নিজেদের বিরত রাখেনি বাংলার মানুষ। শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে মায়াপুর-নবদ্বীপ, মেদিনীপুর সর্বত্রই লেগেছে রঙের ছোঁয়া। শিমূল-অশোক- পলাশের বাহারি রঙে যেন একইভাবে ফাগুনের ছোঁয়া লেগেছে প্রকৃতির গায়েও।