
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি নিয়ে এবার মমতাকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘রাস্তায় পোস্টার-ব্যানার লাগিয়েই বাংলার গর্ব হওয়া যায় না। কে এই বাংলার গর্ব হবেন তা এই বাংলার মানুষই ঠিক করবেন। এই জন্য রাস্তা-ঘাটে ব্যনার লাগানোর কোন দরকার নেই।’
শনিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর জেলা পূর্ব পার্টি অফিসে দলীয় কর্মীদের একটি প্রশিক্ষণ শিবিরে যোগদান করতে যান দিলীপ ঘোষ। এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন মণ্ডল থেকে আসা কয়েকশো কর্মী। তবে শুধুমাত্র প্রশিক্ষণই নয়, বিভিন্ন দল থেকে বেশ কয়েক হাজার কর্মী-সমর্থক এদিন বিজেপিতে যোগ দেন। এদিন তাঁদের সকলের হাতে গেরুয়া শিবিরের পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। দলে আগত নতুন সদস্যদের উদ্দেশ্যে এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘প্রতিটি পার্টির নিজস্ব আদর্শ ও সংবিধান রয়েছে। তা সকলকে শিখতে হবে। নতুন যারা দলে যোগদান করছেন তাদেরকেও পার্টির সংবিধান রপ্ত করতে হবে। আর তাই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণের পাশাপাশি নানা রাজনৈতিক ইস্যু নিয়েও আলোচনা হবে।’ শনিবার থেকে তৃণমূল কংগ্রেস ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি শুরু করেছে রাজ্যজুড়ে। তা নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে খোঁচা মারেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘বাংলার সংস্কৃতি এখন ভুল পথে পরিচালিত হচ্ছে। বিশ্বভারতী এবং রবীন্দ্রভারতীতে যা হচ্ছে তা বাংলার সংস্কৃতির জন্য ক্ষতিকর। ভবিষ্যৎ প্রজন্ম যদি এগুলি অনুকরণ করে তাহলে তা বেশ চিন্তার বিষয়। তবে যারা এখন এইগুলোর বিরোধিতা করছে তারাই একটা সময় রাজ্যের এই বেলেল্লাপনাকে এবং অশ্লীলতাকে সমর্থন করেছেন। তার জন্য দায়ী একমাত্র শাসকদল । সমাজের সবার দায়িত্ব আছে এই বিষয়ে সচেতনতা হওয়ার।’