
নিউজটাইম ওয়েবডেস্ক : গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজেছে রাজ্যের বিভিন্ন জেলা। শনিবার সকাল থেকে বৃষ্টি না হলেও আকাশে ছিল ঘন মেঘ। এরই মধ্যে এবার ঝড়েপ পূর্বাভাস জানাল হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০ তেকে ৪০ কিমি বেগে এই ঝড় বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দুই বর্ধমান, হাওড়া ও দুই মেদিনীপুরের ওপর আসছে এই ঝড়।
বসন্ত কাল পড়ে গেলেও বর্ষার বিদায় নেওয়ার কোন নাম নেই। বুধবার কলকাতা সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলায় ভারি বৃষ্টি হয়েছে। শনিবার সকালেও কোন কোন জায়গায় এই বৃষ্টির রেশ বজায় থেকেছে। আর এই বৃষ্টির জেরে তাপমাত্রার পারদও কিছুটা নেমেছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমান সর্বনিম্ন ৩৮ শতাংশ এবং সর্বোচ্চ ৯৫ শতাংশ।