
নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার গাজোলে আদিবাসী তরুণ-তরুণীদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের প্রতিটি জেলায় প্রায় ১০ হাজার আদিবাসী তরুণীর বিয়ের ব্যবস্থা করার কথা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এদিন মালদহের গাজোলে ৩০০ আদিবাসী তরুণ-তরুণীর বিয়ের ব্যবস্থা করা হয়। সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দোপাধ্যায়। মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদহ জেলা পুলিশ এই গণবিবাহের আয়োজন করে। এদিন মুখ্যমন্ত্রীর ভূমিকা একজন অভিভাবকের তুলনায় কোন অংশেই কম ছিলনা। বিয়ের আয়োজনে যাতে কোনরকম ঘাটতি না থাকে তা দেখার জন্য পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্য সরকারের এই উদ্যোগকে আরও বেশি করে কার্যকর করতে হলে জেলায় জেলায় এই গণবিবাহের ব্যবস্থা করা হবে। মুশ্যমন্ত্রীর কথায়, “আজ গাজোল দিয়ে শুরু করলেও ভবিষ্যতে এভাবেই গণ বিয়ের আয়োজন করা হবে রাজ্য সরকারের তরফে। আগামী মাসেই আরও একটি গণবিবাহ অনুষ্ঠানের আযোজন করা হবে চা বাগানে। এবার আদিবাসী অধ্যুষিত জেলায় জেলায় গণবিবাহের আয়োজন করব। যদি ১০ হাজার মেয়েকে বিয়ে দিতে হয় তাই দেব।” মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বৃহস্পতিবার সকাল থেকে পুলিশকর্তারা গণবিবাহের অনুষ্ঠানের তোড়জোড় শুরু করে দেয়। ৩০০ আদিবাসী তরুণ-তরুণীকে গাজোল কলেজ মাঠে এনে সব ব্যবস্থা পাকা করে রাখা হয়। এদিন বেলা ১২টা নাগাদ সেখানে পৌঁছোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং রাজ্য সরকারের তরফে নবদম্পতিদের উপহার সামগ্রীও তুলে দেন মুখ্যমন্ত্রী।