
নিউজটাইম ওয়েবডেস্ক : হাওড়ায় আবার এক কিলো মুরগির মাংস মিলছে ১০০টাকায়। কোথাও কোথাও এক কিলো মাংস কিনলে ফ্রি দেওয়া হচ্ছে আদা-রসুন-পেঁয়াজ। তারপর ও কার্যত খদ্দের নেই। করোনা গুজবেই যে বিক্রিতে ভাটা,তা মানছেন ক্রেতারা। তবে গুজব মানলেও ঝুঁকি নিতে রাজি নন কেউই। তাই কার্যত মাছি তাড়াচ্ছেন বিক্রেতারা। বিয়ের মরশুম থাকায় মাংস বিক্রি হচ্ছে কোনো কোনো দোকানে।
হুগলির হরিপালে আবার গুজব রুখতে মুরগির গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল করলেন পোল্ট্রি ব্যবসায়ীরা ও .এখানকার মুরগি যে করোনা ভাইরাসে আক্রান্ত নয় সেই বার্তা দেওয়া হয়। করোনা ভীতি কাটাতে দিন ²কয়েকের মধ্যেই বিনামূল্যে রান্না করা মুরগির মাংস বিতারণ করার সিদ্ধান্ত নিতে চলেছেন পোল্ট্রি ব্যবসায়ীরা। বিয়ের মরশুমে বাড়তি অর্থ রোজগারের আশায় মুরগির ব্যাপক উৎপাদন করেছিলেন পোলট্রি মালিকেরা। চাহিদার তুলনায় বাজারে জোগান গিয়েছে বেড়ে, তাই দাম গিয়ে ঠেকেছে তলানিতে।